Ananda Sokal : ভোটার তালিকায় জামাইয়ের বাবা আর নাতির বাবা একই ব্যক্তি! উঠছে একাধিক বিতর্ক
ABP Ananda LIVE : ফের পূর্ব বর্ধমানে ভোটার তালিকায় অদ্ভূতুড়ে কাণ্ড। কেতুগ্রামে ভোটার তালিকায় জামাইয়ের বাবা আর নাতির বাবা একই ব্যক্তি। বাংলাদেশে কালাচাঁদ মণ্ডল ও দুলাল মণ্ডল সম্পর্কে শ্বশুর-জামাই। কিন্তু, এ রাজ্যের ভোটার তালিকায় তাঁরা বাবা-ছেলে। বাংলাদেশে কালাচাঁদ মণ্ডল ও দুর্জয় মণ্ডলের সম্পর্ক দাদু-নাতির। কেতুগ্রামের ভোটার তালিকায় তাঁরা বাবা-ছেলে। সম্পর্কের গরমিলে আধার কার্ড, রেশন কার্ডও বানানো হয়েছে। এই ঘটনায় কালাচাঁদ বাবু অদ্ভুত যুক্তি দিয়েছেন। তাঁর কথায়, 'জামাই তো বাবা বলতেই পারে শ্বশুরকে। তাতে তো সমস্যা নেই। কিন্তু নাতি বাবা বলতে পারে না।' এই পুরো বিষয়ে একটা বড় প্রশ্ন হল, প্রশাসন কীভাবে এমন ভুল করল? একটা ভোটার তালিকা তৈরি করতে গেলে, নির্দিষ্ট ব্যক্তির যাবতীয় নথি থাকে প্রশাসনের কাছে। ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করতে হলে যাবতীয় গুরুত্বপূর্ণ নথি প্রশাসনকে জমা দিতে হয়। তারপরেও এমন ভুল তাহলে কী করে হয়? তাহলে কি সর্ষের মধ্যেই রয়েছে ভূত? উঠছে প্রশ্ন। কারণ নাহলে একই ব্যক্তি নিজের জামাইয়েরও বাবা এবং নাতিরও বাবা, এই অদ্ভুত সম্পর্কে কীভাবে ভোটার তালিকায় যুক্ত হতে পারেন।































