Ananda Sokal: তসলিমাকে কলকাতায় ফেরানোর প্রস্তাব শমীকের, ধন্যবাদ লেখিকার
ABP Ananda Live: ABP Ananda Live: তসলিমাকে কলকাতায় ফেরানোর প্রস্তাব শমীকের, ধন্যবাদ লেখিকার । 'শেষ পর্যন্ত কলকাতায় ফেরা হবে কিনা জানি না, তবে মনে রাখায় ধন্যবাদ'। 'মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে জন্মভূমি থেকেই নির্বাসিত'। 'বাংলায় লেখালেখি করতে হলে পশ্চিমবঙ্গে ফেরা আমার কাছে গুরুত্বপূর্ণ'। 'এটা যে উপলব্ধি করেছেন বিজেপি সাংসদ, এর জন্য আমি কৃতজ্ঞ'। 'বাম আমলে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হতে হবে এটা কখনও ভাবিনি'। 'শ্রদ্ধেয় গুরুদাস দাশগুপ্ত তখন এর প্রতিবাদ করেছিলেন'। 'তারপরে দীর্ঘদিন কোনও রাজনীতিক আমার কলকাতায় ফেরা নিয়ে মুখ খোলেলনি'। '১৮ বছর পরে কলকাতায় ফেরানোর দাবি জানালেন শমীক ভট্টাচার্য'। বিজেপির রাজ্যসভার সাংসদকে ধন্যবাদ জানিয়ে পোস্ট তসলিমা নাসরিনের।
আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট
আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। নতুন করে তদন্তের আর্জি শুনবে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে হবে শুনানি।এদিন, নিহত চিকিৎসকের মা বলেন, আমরা যেটা হারিয়েছি, সেটা ফিরে আসবে না। আমাদের লড়াইটা জারি থাকবে। আর জি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই, মে মাসের দ্বিতীয় সপ্তাহে।






























