Ananda Sokal: ভিন রাজ্যে বাঙালি হেনস্থার মাঝেই,আজ পথে নামছে TMC,বিকেলেই বীরভূম যাচ্ছেন মমতা
ABP Ananda LIVE : ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল। নানুর দিবস উপলক্ষ্যে বিকেলেই বীরভূমে যাচ্ছেন মমতা। কাল বোলপুরে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় -জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার পথ হাঁটবেন।
আরও খবর...
বর্ষায় রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, 'কেন্দ্রকে কোন তথ্যই দেয়নি রাজ্য স্বাস্থ্য দফতর..' !
একদিকে বর্ষা, অন্যদিকে, বঙ্গোপসাগরে ফের তৈরি হওয়া নিম্নচাপ। জোড়া ফলায়, বৃষ্টি-বিপর্যস্ত বাংলা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৭দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জলে জেলায় জেলায় ফুলে উঠছে একের পর এক নদ-নদী, তারই মধ্যে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে ডেঙ্গির মশার লার্ভা।































