Ananda Sakal (Seg-2): 'সিএএ লাগু হওয়ার পর কী হবে, এটা কল্পনাও করা যায় না', ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুনের
'১০ মার্চ ফিরহাদ হাকিম ফোন করেছিলেন'। 'যে জিনিসটা আমার কাছে ছিল, সেটাই দিলেন না, বরানগর দিয়ে আমার কী লাভ হবে?' 'যে বরানগরের কথা বলছে তৃণমূল, সেখানে এখনই বহিরাগতকে আনা যাবে না জানিয়ে পোস্টার লাগানো হয়েছে'। 'আমি তো সাংসদ ছিলাম, আমার মন্ত্রিত্ব চাই না, সাংসদই থাকতে চাই'। 'বিজেপি সাংসদ হওয়ার পরেও বিজেপি ছাড়ার কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই বলতে পারবে'।
'মঞ্চে বলা হল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে না, তৃণমূলকে গুডবাই করে দিয়েছি'। 'আমি ব্যারাকপুরের সাংসদ হব, টিকিট পেয়েই সাংসদ হব'। 'সন্দেশখালির জন্য তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষতি হয়েছে, যেমন নন্দীগ্রামের জন্য সিপিএমের হয়েছিল'। 'সিএএ লাগু হওয়ার পর কী হবে, এটা কল্পনাও করা যায় না, ১০০ শতাংশ বিজেপির পক্ষে যাবে'। ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংহের






























