Ananda Sakal IV: পাখির চোখ একুশে! হিন্দিভাষীদের মন জয় করতে কোচবিহারে আলাদা সেল তৈরি তৃণমূলের
নজরে হিন্দিভাষীদের ভোট। এবার কোচবিহারে হিন্দিভাষীদের জন্য আলাদা সেল তৈরি করল তৃণমূল। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিধানসভা ভোটের আগে তুঙ্গে উঠেছে দু’দলের তরজা।
এবার দুর্নীতি-পোস্টারে বিদ্ধ উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিজেপির মণ্ডল সভাপতি। পোস্টার পড়েছে তাঁকে মণ্ডল সভাপতি হিসেবে না মানা নিয়েও! কিন্তু এই পোস্টারের নেপথ্যে কারা? গোষ্ঠীকোন্দল না চক্রান্তের শিকার? এ নিয়েই তৃণমূল-বিজেপির তরজা তুঙ্গে!
রানাঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অশালীন ভাষায় চ্যাট করার অভিযোগ। সেই চ্যাটের স্ক্রিন শট দিয়ে পোস্টার পড়ল সাংসদের খাস তালুকে। পুরোটাই তৃণমূলের চক্রান্ত বলে দাবি জগন্নাথ সরকারের। অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের।






























