'ঠাকুমা যখন নির্বাচনে হারলেন, শিখদের নিরাপত্তা ছাড়া আমাদের পাশে আর কেউ ছিল না', পঞ্জাবে কৃষি আইনের প্রতিবাদ সভায় বললেন রাহুল
"শিখদের কাছে ঋণী।" পঞ্জাবে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ১৯৭৭ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে নিজের ঠাকুমা ইন্দিরা গাঁধী সম্পর্কে বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। মূলত নতুন কৃষি আইন নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পঞ্জাবে যান রাহুল। রাহুল এদিন বলেন, “কথা নয়, আমার কাজ দেখা উচিত পঞ্জাবিদের। ওঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ১৯৭৭-এ যখন ঠাকুমা যখন নির্বাচনে হারলেন, শিখদের নিরাপত্তা ছাড়া আমাদের পাশে আর কেউ ছিল না। আমি শিখদের কাছে ঋণী।”
সেখানে ট্রাক্টর চালাতেও দেখা গিয়েছে তাঁকে। সেই কর্মসূচির মধ্যেই হাথরস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। যদিও রাহুলের এই প্রশ্নের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের কটাক্ষ, "রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এসব করছেন কংগ্রেস সাংসদ।"






























