Governor : সংঘাত আরও বাড়িয়ে ফের মধ্যরাতে আরও এক বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্য়পাল তথা আচার্য
সংঘাত আরও বাড়িয়ে ফের মধ্যরাতে আরও এক বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্য়পাল তথা আচার্য সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাত সাড়ে বারোটায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য কাজল দেকে কৃষ্ণনগরের কন্য়াশ্রী বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন তিনি। রাজভবনের তরফে উপাচার্যের নিয়োগপত্রে রাজ্য়পালের সই করার ভি়ডিও প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে চরমে উঠেছে রাজ্য়-রাজ্য়পাল সংঘাত। মঙ্গলবারই রাজ্য়পালের বিরুদ্ধে বিশ্ববিদ্য়ালয়গুলিতে অচলাবস্থা সৃষ্টির অভিযোগ করে অর্থনৈতিক অবরোধ তৈরি ও রাজভবনের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্য়রাতে ফের কন্য়াশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে চলতি সংঘাত আরও বাড়ালেন রাজ্য়পাল।