Morning News: ‘প্রয়োজনে তৃণমূলকে সমর্থন’, ভোটের মুখে বিস্ফোরক ডালু, সঙ্গে অন্য খবর
খড়দার (Kharda) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থীর বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা (Kajal Sinha) পুলিশের (Police) উদ্দেশ্যে বলেন, ‘আগামী দিনে আমার পার্টি অফিসের একটা চেয়ারও যদি ভাঙে তাহলে পুলিশের মাথা ভেঙে দেব।‘
এদিকে নির্বাচনের আর কয়েকদিন বাকি। প্রার্থীদের প্রচার অভিযান ইতিমধ্যেই তুঙ্গে। সোনারপুর উত্তরে (Sonarpur Uttar) বাম এবং তৃণমূল (TMC) প্রার্থীরা সকাল থেকেই প্রচারে ঝড় তুলেছেন। আবাসনগুলিতে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মোনালিসা সিনহা (Monalisa Sinha)। অন্যদিকে তৃণমূল প্রার্থী এবং সোনারপুর উত্তর কেন্দ্রের দুইবারের বিধায়ক ফিরদৌসি বেগম (Firdousi Begum) প্রচার করেন গড়িয়া স্টেশন এলাকায়।
কর্মিসভার পাশাপাশি রাস্তায় নেমে প্রচার করছেন তিনি। অন্যদিকে ভোট পরবর্তী সময়ে পরিস্থিতি তেমন দাঁড়ালে কংগ্রেস তৃণমূলকে সমর্থন করবে। ভোটের মুখে বিস্ফোরক দাবি মালদা (Malda) দক্ষিণের কংগ্রেস সাংসদ (Congress MP) ও কংগ্রেসের জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরী (Abu Hasem Khan Choudhury) ওরফে ডালু। তিনি বলেছেন, "যদি এমন পরিস্থিতি আসে যে বিজেপিকে (BJP) সমর্থন করতে হবে বা তৃণমূলকে (TMC), আমি ব্যক্তিগতভাবে তৃণমূলকে সমর্থন করব।"
একইসঙ্গে বিজেপির (BJP) বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি লিখেছেন, “জানতে পেরেছি বিজেপি নাকি এক তারকা অভিনেতাকে দলে যোগ দেওয়ার জন্য ৭ কোটি টাকা দিয়েছে’। এপ্রসঙ্গে অভিনেতা তথা বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta) বলেন, “আমি মিডিয়ার সামনে আমার ব্যাঙ্কের তথ্য দিতে রাজি আছি। যদি তাঁরা এই ঘটনা প্রমাণ করতে পারেন, তাহলে আর এখানে আসব না। কিন্তু যাঁরা এটা বলছে, তাঁদের সেই সাহস আছে তো, যে তাঁরাও মিডিয়ার সামনে ব্যাঙ্ক ডিটেলস দিতে পারবেন?” তিনি আরও বলেন, “কেস করার দরকার নেই, সামনে এসে বলুক। তাঁদের পার্টি হয়তো এভাবে রাজনীতি করে, আমাদের দল এমন করে না।"