Morning News: ‘শান্তি এবং সৌহার্দ্যেই গণতন্ত্র বিকশিত হয়’, মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় ট্যুইট রাজ্যপালের
আজ তৃণমূল কংগ্রেসের (TMC) ৬ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবেন। তাঁরা দিল্লিতে নির্বাচন কমিশনে (Election Commission) গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তায় গাফিলতি নিয়ে গতকালই প্রশ্ন তুলেছিল তৃণমূল। সেই অভিযোগ জানাতেই আজ দিল্লিতে (Delhi) যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। তাঁরা অনুরোধ করবেন, যাতে নির্বাচন কমিশন এই অভিযোগগুলিকে আমল দিয়ে দেখে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) স্বাস্থ্যের খোঁজ নিয়ে তাঁর আরোগ্য কামনা করে ট্যুইট (Tweet) করলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। টুইটে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী দ্রুত সেরে উঠে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, শান্তি এবং সৌহার্দ্যের পরিস্থিতিতেই গণতন্ত্র বিকশিত হয়। পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধ সংস্কৃতির জন্য অন্যদের থেকে আলাদা। এখন শান্ত থাকার সময়, সবাইকে শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানাই’। প্রসঙ্গত, বুধবার রাতে নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রীকে এসএসকেএম-এ নিয়ে আসার পর তাঁকে দেখতে যান রাজ্যপাল। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়।