Morning News: শুভেন্দুর ভোটার কার্ড সংস্কার, মুখ্যমন্ত্রীর হেলথ আপডেট, আরও খবর
ভালো আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এসএসকেএম (SSKM) সূত্রে খবর, আজ বসেছে মেডিক্যাল বোর্ড (Medical Board)। তারপর স্থির হবে তাঁর পরবর্তী চিকিৎসা পদ্ধতি।
অন্যদিকে এবার নন্দীগ্রামের ভোটার হিসাবে ভোট দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আগে তিনি তমলুক থেকে ভোট দিতেন। তাঁর নতুন ভোটার কার্ড অনুযায়ী তিনি নন্দীগ্রামের ভোটার হয়েছেন। তাঁর বুথ হবে নন্দনায়কবার প্রাইমারি স্কুল। এটি রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বহিরাগত’ বলে নিজেকে ‘ভূমিপুত্র’ বলেছিলেন শুভেন্দু। নিজেকে ‘ভূমিপুত্র’ হিসাবে দেখাতেই ভোটার কার্ড সংস্কার বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এদিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে আজ জানকীনাথ মন্দিরে যান শুভেন্দু অধিকারী। সেখানে যজ্ঞের আয়োজন করা হয়, তিনি সেখানে অংশগ্রহণ করেন।