Morning Top News: বাংলায় কেউ চাকরি পায়নি, অন্য রাজ্যে পেয়েছে : দিলীপ
আজ যোধপুর পার্কে চা-চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি সেখান থেকে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)আক্রমণ করে বলেন, "স্কুল কলেজের উন্নতি হয়নি, পরিকাঠামোগত উন্নতি হয়নি, কর্মসংস্থান হয়নি। দিদিমণি করোনার সময়ে ট্রেন পর্যন্ত চালাননি কারণ দিদিমণি জানতেন, তাঁরা বাংলায় এলেই চাকরি চাইবেন"। পাশাপাশি কৃষকদের ইস্যু নিয়ে দিলীপ ঘোষ বলেন, "কোনও কৃষক তৃণমূলের সঙ্গে নেই, তাঁরা মোদির (Narendra Modi) সঙ্গে আছেন। আমরা জেলায় জেলায় কৃষকদের পক্ষে র্যালি করেছি।" অন্যদিকে এক দাদার রাজনীতিতে আসা নিয়ে এখনও জল্পনার রেশ পুরোপুরি কাটেনি। তারমধ্যেই বাঙালির আরেক দাদাকে নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। পর্দায় তাঁকে এমএলএ (MLA) এবং মিনিস্টার (Minister) রূপে দেখা গেছে। বাস্তবে একবার সাংসদও হয়েছেন। এবার কী বঙ্গ রাজনীতিতে এমএলএ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? 'মহাগুরু'-কে কি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে বিজেপি? জল্পনা উস্কে দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভগবতের (Mohan Bhagwat) সঙ্গে তাঁর সাক্ষাৎ। এদিকে কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় ফের তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক অনুগামী তৃণমূল নেতার বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ দুই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। বাইকও ভাঙচুর করা হয়। ঘটনার সূত্রপাত দিনহাটা কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে।