Morning Top Story : দ্বিতীয় দফার ভোট-নামচা এক নজরে, দেখুন Ananda Sakal
যুযুধান দুই পক্ষের মাঝে মানব প্রাচীর হওয়ার চেষ্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীদের। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। দ্বিতীয় দফা নির্বাচনের দিন উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের বয়াল। এদিকে আজ সকাল সকাল প্রচারে বেরিয়েছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের (Bhabanipur Vidhan Sabha constituency) তৃণমূল (TMC) প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। নিজের পাড়া হওয়ায়, কার্যত পাড়ার ছেলের মতোই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তিনি। শোভনদেব চট্টোপাধ্যায় জানান, "এই এলাকার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। এইসব জায়গায় বিভিন্ন কাজে, আড্ডাতে আমি বারবার এসেছি। তাঁরা জানেন আমি কীরকম। আমি খুব আশাবাদী যে এখানে আমি ভালো ফল করব।" 'মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ছেড়ে যাওয়া আসন হওয়ায় অনেকটাই অ্যাডভান্টেজ', জানালেন বর্ষীয়ান এই নেতা। এদিকে উত্তর ২৪ পরগনার বারাসাতে (Barasat) তৃণমূলের লেখা দেওয়ালের ওপর বিজেপির (BJP) ব্যানার লাগানোকে ঘিরে সংঘর্ষ। গতকাল রাতে বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। তৃণমূলের (TMC) দাবি, সংঘর্ষে তাদের ৭ জন দলীয় কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন প্রাক্তন এক কাউন্সিলর। আহতদের যশোর রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। তবে এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।