Ananda Sakal : সোমবার ধনধান্য় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা
Ananda Sakal : সোমবার ধনধান্য় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের। এছাড়াও বহু চিকিৎসক এই বৈঠকে যোগ দেবেন। যদিও এই বৈঠকে সাংগঠনিকভাবে তারা থাকছে না বলে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এত চিকিৎসক একসঙ্গে বৈঠকে এলে রোগী পরিষেবা ব্যাহত হবে না তো? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে RSS.
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে RSS. সঙ্ঘ প্রধানের রাজ্য সফরের পর এবার গুজরাতে সঙ্ঘের কৃষক সংগঠনের 'অখিল ভারতীয় অধিবেশন'-এ যোগ দিল রাজ্যের প্রতিনিধি দল। বাংলায় বঞ্চনার অভিযোগে সরব হলেন প্রতিনিধিদলের সদস্যরা। দিয়েছেন, বিধানসভা ভোটের আগে আন্দোলনে নামার হুঁশিয়ারিও।
রাজ্যের অস্ত্রের ঝনঝনানি, ঝাড়খণ্ডে কলকাতা পুলিশের এসটিএফ। রাঁচি এটিএসকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডে হানা কলকাতা পুলিশের এসটিএফের। ঝাড়খণ্ডে অস্ত্র কারখানা থেকে অস্ত্র আসছিল বাংলায়, সেই সূত্রে ঝাড়খণ্ডে হানা। ঝাড়খণ্ডে বাড়িতে অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৬। আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষিত শ্রমিক সহ গ্রেফতার অস্ত্র কারখানার মালিক। উদ্ধার সেমিফিনিশড পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ।






























