এক্সপ্লোর
Ananda Sakal (Seg-2) : কাউগাছিতে ভুয়ো পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে রাখা বোমা, উদ্ধার বম্ব স্কোয়াডের
উত্তর ২৪ পরগনায় ফের বোমার হদিশ ! কাউগাছিতে, ভুয়ো পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে রাখা হয়েছিল তাজা বোমাগুলি। উদ্ধার করে বম্ব স্কোয়াড। ভাড়াটিয়ার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সেনাবাহিনীর প্রাক্তন কর্মী পরিচয় দিয়ে, ৯ মাস আগে এই বাড়ি ভাড়া নিয়েছিলেন সঞ্জিত্ দত্ত নামে এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার সেই ভাড়াটিয়ার ঘরে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় বাড়িতে ছিলেন না ওই ব্যক্তি।






























