Park Street: বড়দিনের আগে কড়া নিরাপত্তার ঘেরাটোপে পার্ক স্ট্রিট | Bangla News
বড়দিনের আগে কলকাতা লাগোয়া রাজারহাটে (Rajarhat) উদ্ধার হল ১৩ কেজি বিস্ফোরক! পুলিশ সূত্রে খবর, বিস্ফোরকের সঙ্গে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। সাপুরজি বাসস্ট্যান্ডের সামনে থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের STF। অন্যদিকে, কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে পার্ক স্ট্রিটকে (Park Street)।
আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat elections), রাজ্যের আশি শতাংশ গ্রাম পঞ্চায়েতে জিতবে বিজেপি (BJP)। সবংয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দশমিক আট শতাংশ পঞ্চায়েতে জিতলেই অনেক, বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
কয়লা পাচারকাণ্ডে (Coal Trafficking Case) অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রর (Vikash Mishra) স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন জানাল সিবিআই (CBI)। গতকাল আসানসোলে বিশেষ সিবিআই আদালতে ওই দাবি জানানো হয়। ১৩ ডিসেম্বর বিকাশের জেল হেফাজতের পর থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর (Gangasagar) মেলা। তুঙ্গে মেলার প্রস্তুতি। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। ড্রোনের (Drone) সাহায্যে চলবে নজরদারি। পুণ্যার্থীদের জন্য রাখা হয়েছে পর্যপ্ত পরিবহণের ব্যবস্থা। নজর দেওয়া হচ্ছে কোভিড বিধিতেও।