RG Kar News: আজ দুপুরে রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজ দুপুরে রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের । চার্জশিট নিয়ে CBI-এর প্রতি অনাস্থা তৈরি হওয়ার দাবি তুলে রাজভবন অভিযানের ঘোষণা । গতকাল সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা । CBI-এর প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে শুধু ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়েছে । তা নিয়ে বিভিন্ন প্রতিবাদী সংগঠন থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসক অনেকেই সন্তুষ্ট নন । এবার সিবিআইয়ের সেই চার্জশিটের প্রতি অনাস্থা প্রকাশ করে রাজভবন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা
অনিকেত মাহাতো, আলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়ের পর এবার অসুস্থ পুলস্ত্য আচার্য। ধর্মতলায় অনশনের ৮ দিনের মাথায় অসুস্থ জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসককে ভর্তি করা হল এনআরএসে। এনআরএস হাসপাতালেরই অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য। ইউরিনে কিটোনের মাত্রা বেড়ে, বমি বমি ভাব পুলস্ত্য আচার্যের, জানালেন এনআরএসের অধ্যক্ষ। নেফ্রোলজি, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন, অ্যানাস্থেসিয়ার চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন।