Strand Road Fire: পুড়ে ছাই সার্ভার রুম, অস্থায়ী সার্ভার চালু করে শুরু অনলাইন বুকিং পরিষেবা
স্ট্র্যান্ড রোডের ভয়াভহ অগ্নিকাণ্ডে ঝলসে গিয়েছেন ৭ জন। বাকি ২ জনের শরীরে কার্বন মনোক্সাইডের জেরেই মৃত্যু হয়েছে বলে পোস্টমর্টেম রিপোর্টে জানা যাচ্ছে। ফলত ওই বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। পাশাপাশি এই মুহূর্তে একাধিক রেলকর্মী স্ট্র্যান্ড রোডের (Strand Road) দফতরের সামনে এসে পৌঁছেছেন। গতকালের এই ঘটনায় রেলের সার্ভার রুমের (Server Room) বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে এমার্জেন্সি সার্ভার (Emergency Server) চালু করে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে একটি সার্ভারের ওপর চাপ পড়ায় অনেকেই সময়মতো টিকিট পাচ্ছেন না। পাশাপাশি চার্ট তৈরিও সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে বলে মনে করা হচ্ছে।






























