এক্সপ্লোর
Joynagar: দেড় দিন পার, তৃণমূল নেতার 'হত্যা'-র অভিযোগে ৩ দুষ্কৃতী এখনও অধরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: খুনের অভিযোগ,পাল্টা হামলার দাবি ঘিরে আজও উত্তপ্ত জয়নগর। গত কাল ভোরে তৃণমূল নেতার হত্যার অভিযোগ ওঠার দেড় দিন কেটে যাওয়ার পরও অধরা ৩ দুষ্কৃতী। যদিও সিসিটিভি ফুটেজে 'খুনের' আগের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। কে সুপারি দিয়েছিল সইফুদ্দিন লস্করকে 'খুনের'? এখনও স্পষ্ট নয়।






























