Chhok Bhanga 6ta: দফায় দফায় বিক্ষোভের মুখে কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান
ABP Ananda LIVE : BLA 2-কে রাখতে চাপ, চুঁচুড়ায় ২ ঘণ্টা বন্ধ SIR-শুনানি! শুনানিতে BLA 2-কে রাখতে তৃণমূল বিধায়কের 'চাপ'। বিধায়কের চাপ, ২ ঘণ্টা বন্ধ শুনানি, পরে ফের শুরু। দফায় দফায় বিক্ষোভের পরে এবার মগরাহাটে আক্রান্ত কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। গাড়িতে চড়াও, ভাঙল লক।
শুনানি পর্বে সাহায্যের জন্য 'MAY I HELP YOU' ক্যাম্প চালু করতে নির্দেশ অভিষেকের
আজ SIR-শুনানির তৃতীয় দিন। SIR-এর ফর্ম পূরণে সাহায্য করতে আগেই 'MAY I HELP YOU' ক্যাম্প চালু। এবার শুনানি পর্বে সাহায্যের জন্য ক্যাম্প চালু করতে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। 'প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্য়াম্প করতে হবে' । 'BLA 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন, এটা যুদ্ধের সময়'। আমরা এক ইঞ্চি জমিও ছাড়তে পারি না, ভার্চুয়াল বৈঠকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। সূত্রের খবর, রবিবার SIR ইস্যুতে লক্ষাধিক নেতা-কর্মী ও BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।






























