Chok Bhanga Chota: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ভবানীপুরে, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা
Kolkata Update: দুর্যোগের মধ্যেই ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। ওখানে সমস্ত লাইন মাটির নীচে। আলোকসজ্জার জন্য বাড়ির মিটার থেকে এক গ্রাহকের টানা তারে দুর্ঘটনা, দাবি CESC-র। ভবানীপুরে যুবক মৃত্যুর পর উত্তেজনা। বহুতলের রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে ঘিরে বিক্ষোভ। হাওড়ায় রাস্তায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু। ডুমুরজলায় বাড়ি ফেরার সময় রাস্তায় জমা জলে পড়ে মৃত্যু। জমা জলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু, অনুমান স্থানীয়দের। কী কারণে মৃত্যু, খোঁজ নেওয়া হচ্ছে, দাবি পুরসভার প্রশাসকের।
আরও পড়ুন, : রতুয়ায় তৃণমূলের পতাকা নিয়ে বিধায়কের নেতৃত্বে ভাঙচুর। বাজিতপুর মৎস্যজীবী সমবায় সমিতির অফিসে ভাঙচুর। ভাঙচুরের পর তৃণমূল বিধায়কের নেতৃত্বে মাছ লুঠেরও অভিযোগ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের। জলাশয় দখল-মুক্ত করতে গিয়েছিলাম, দাবি বিধায়কের। জেলা মৎস্য দফতরকে তদন্তের নির্দেশ মালদার জেলাশাসকের। আরও পড়ুন, লাগাতার বৃষ্টিতে কলকাতায় জল-যন্ত্রণা। ঠনঠনিয়া, বউবাজার, মৌলালি থেকে ময়দান। রাস্তা যেন নদী। হাঁটুজল কৈখালি থেকে বেহালায়। চরম দুর্ভোগ। 'জল-যন্ত্রণা'র চেনা ছবি ! কলকাতার বিভিন্ন রাস্তায় জমল জল । কলকাতার অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে ইতিমধ্যেই। ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাবে ভোর থেকে টানা বৃষ্টি। তার জেরে সেন্ট্রাল অ্যাভিনিউর বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং জলমগ্ন। রাস্তার এক প্রান্ত দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। কারণ, অন্য প্রান্তে জল জমে একাকার। র পাশাপাশি শ্যামবাজার-সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ জায়গা, মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, স্ট্র্যান্ড রোড সংলগ্ন নর্থ পোর্ট থানা সংলগ্ন জায়গায় জল জমে রয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক পাশে বিধান সরণিতে জমেছে জল। ABP Ananda Live