PM Modi: 'আমাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে চলতে হবে', জাতির উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE: 'নবরাত্রির প্রথম দিন থেকে নতুন GST কার্যকর। নবরাত্রির শুরুতে আত্মনির্ভরতায় নতুন পদক্ষেপ। কাল সূর্যোদয়ের সঙ্গে নতুন GST কার্যকর। কাল থেকে দেশে GST সাশ্রয় উৎসব। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সবাই উপকৃত হবেন। নতুন GST বাণিজ্যকে আরও উৎসাহিত করবে', জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর। তিনি আরও বলেন, 'আগে সবাই হাজারো করের বোঝায় জর্জরিত ছিলেন। ট্যাক্স ও টোলের জেরে জর্জরিত ছিলেন সবাই। আলাদা আলাদা করের জন্য সমস্যা বাড়ত। এই অবস্থা থেকে বেরনো দরকার ছিল। সেই লক্ষ্যেই GST কার্যকর হয়েছে। কেন্দ্র ও রাজ্যগুলির উদ্যোগে এটা সম্ভাব হয়েছে। স্বাধীনতার পর দেশের অন্যতম বড় কর সংস্কার GST। এবার থেকে মূলত ৫% ও ১৮% GST দিতে হবে। নতুন GST হারে অনেক জিনিসের দাম কমবে। এখন নিউ মিডলক্লাসদের যুগ। দেশবাসীর স্বপ্নপূরণ এখন সহজ হয়ে গেল। পর্যটনেও নতুন GST-র সুবিধা মিলবে। হোটেল ভাড়াতেও GST কমছে। আয়করেও স্বস্তি পেয়েছে দেশবাসী। আমাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে চলতে হবে', প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর।
All Shows





























