Omicron: এক ডজন গল্প: কলকাতায় লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, একদিনে নতুন করে সংক্রমিত ৩। Bangla News
কলকাতায় লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই নিয়ে একদিনে নতুন করে ৩ জনকে ওমিক্রন আক্রান্ত হিসেবে চিহ্নিত। ব্রিটেন ফেরত ২ যাত্রী ওমিক্রন আক্রান্ত। ৪৪ বছরের এক ব্যক্তি এবং এক শিশুর শরীরে ওমিক্রনের হদিশ। ওমিক্রন আক্রান্ত ব্যক্তি কৈখালির বাসিন্দা। ওমিক্রন আক্রান্ত শিশুর বাড়ি আলিপুরে। ২ জনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। ব্রিটেন ফেরত সল্টলেকের বাসিন্দা এক মহিলাও ওমিক্রন আক্রান্ত। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা। আপাতত রাজ্যে ওমিক্রন আক্রান্ত ১৪।
নতুন বছরে চোখ রাঙাচ্ছে করোনার থার্ড ওয়েভ। তার আগে সতর্ক কলকাতা পুরসভা ও পুলিশ। প্রচারের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে বিধিপালনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন মেয়র পারিষদ বস্তি উন্নয়ন স্বপন সমাদ্দার।
তৃণমূলের প্রার্থিতালিকায় (TMC Candidate List) চমক। ৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থী সব্যসাচী দত্ত। ২৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী। ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেবরাজ চক্রবর্তী। ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য। ৩৩ নম্বর ওয়ার্ডে বাণীব্রত বন্দ্যোপাধ্যায়।বাদ গেলেন শৈলেন মান্নার মেয়ে নীলাঞ্জনা মান্না। শিলিগুড়ির ৩৩ নম্বরও ওয়ার্ডে প্রার্থী গৌতম দেব ।