Wb News:প্রোমোটারের উপরে হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এখনও বেপাত্তা! নোটিস দিয়েই ক্ষান্ত পুলিশ!
ABP Ananda Live: ২৩ লক্ষ তোলা দিয়েও নেই রেহাই। প্রোমোটারের উপরে হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এখনও বেপাত্তা! নোটিস দিয়েই ক্ষান্ত পুলিশ!
আরও খবর, এপার বাংলায় এসে বাংলাদেশি নাগরিকদের জন্য জাল পাসপোর্ট। জালে ডাকঘরের অস্থায়ী কর্মী। ভুয়ো পাসপোর্ট পিছু ২ লক্ষ নেওয়ার দাবি পুলিশের।কলকাতা থেকে উঃ ২৪ পরগনা, রাজ্য জুড়ে জাল পাসপোর্ট-চক্রের পর্দাফাঁস।ভুয়ো নথি, ভুয়ো ঠিকানায় পাসপোর্ট, তাও ধরা পড়ল না পুলিশ ভেরিফিকেশনে!
চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুঠ করেছেন রেশন ডিলার। মালদার কালিয়াচকে অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। গ্রামবাসীরাই অভিযোগ জানিয়েছেন জেলাশাসকের কাছে। যথারীতি এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। দুর্নীতির অভিযোগ মানছেন না রেশন ডিলারের ছেলে।
বাংলাদেশে ফের রক্তাক্ত হিন্দুরা। ভোলা জেলার এক ব্য়বসায়ীকে টাকার জন্য় ইসলামিক মৌলবাদীরা রড দিয়ে মেরেছে বলে অভিযোগ। ভয়েজ অফ বাংলাদেশি হিন্দুজের পোস্টে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত হিন্দু ব্য়বসায়ী। হামলার খবর রি-পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।