Coronavirus: এক ডজন গল্প: করোনার চোখ রাঙানিতেই বর্ষবরণ বঙ্গে। Bangla News
রাজ্যে ও কলকাতায় তিনদিনে তিন গুণের বেশি বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে এক দিনে সংক্রমিত ৩ হাজার ৪৫১। শুধু কলকাতাতেই আক্রান্ত প্রায় ২০০০। কলকাতাতে আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। কলকাতায় মৃতের সংখ্য়া ৪। বৃহস্পতিবার দৈনিক আক্রান্ত ছিল ২১২৮ জন। ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা বাড়ল ১২০০ জন।
বিশ্বের বিভিন্ন স্থানে শুরু বর্ষবরণ উদযাপন। কেমন ছবি ব্যাংককে এবং হংকং-এ?
করোনা বিধি মেনেই বর্ষবরণ পালন কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিট ও অ্যালেন পার্কে। পুলিশের কড়া টহলদারি চলছে। বর্ষবরণের রাতের চিত্রটা অনেকটা আলাদা। অনেকের মধ্যেই এখনও রয়েছে অসচেতনতার ছবি। কলকাতা ইন্টারন্যাশানাল ক্লাবে চলছে বর্ষবরণের অনুষ্ঠান। গোয়াতেও উৎসবের আবহ। দুর্গাপুরেও উৎসবের ছবিটা একইরকম।
ওমিক্রন হানা দিল পূর্ব রেলে। করোনা থাবা বসিয়েছে আর আহমেদ ডেন্টাল কলেজ ক্যাম্পাসে। অধ্যক্ষ, নার্সিং স্টাফ, চিকিৎসক মিলিয়ে মোট ২৫ জন করোনার কবলে। সংক্রমণ থাবা বসিয়েছে কলকাতা পুলিশেও।
বিরাট প্রশ্নে সৌরভের পাশেই জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা। 'টি ২০ বিশ্বকাপের আগে বিরাটকে অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করা হয়েছিল। ভারতীয় ক্রিকেটের স্বার্থে অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করা হয়েছিল। বিরাট কারও অনুরোধ শোনেনি। সাদা বলে ২ ক্যাপ্টেন রাখতে চায়নি বোর্ড। তাই একদিনের অধিনায়কত্ব থেকেও সরাতে হয়।' জানান নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা।