এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
এক ডজন গল্প: এবার ভয়ঙ্কর খেলা হবে, মন্তব্য অনুব্রতর, খেলবে বিজেপি, বাকিরা দেখবে, পাল্টা দিলীপ
এবার ভয়ঙ্কর খেলা হবে। খেলা হলে লাগবে। হাসপাতালেও যেতে হবে। মন্তব্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। খেলবে বিজেপি। বাকিরা দেখবে। পাল্টা দিলীপ ঘোষ।
ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে হারিয়েছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার এরাজ্যের বিধানসভা ভোটেও প্রার্থী দিচ্ছে তারা। তবে বৃহস্পতিবার ঝাড়গ্রামে সভা করে JMM বুঝিয়ে দিয়েছে, এখানে তাদের লড়াই তৃণমূল-বিজেপি দু’দলের বিরুদ্ধেই। অন্যদিকে, JMM-এর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের আগে হিন্দিভাষীদের আস্থা অর্জনের চেষ্টা তৃণমূলের। বৃহস্পতিবার তৃণমূল ভবনে হিন্দিভাষী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে বাঙালি-অবাঙালি বিভাজনের অভিযোগও তোলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে UAPA-তে মামরা রুজু করল দিল্লি পুলিশ। পাশাপাশি, ২০ জন কৃষক নেতাকেও নোটিস পাঠানো হয়েছে। গাজিপুর সীমানা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। যদিও, পুরনো অবস্থানেই অনড় রয়েছেন বিক্ষোভকারী কৃষকরা।
‘আমি গণতন্ত্রের পক্ষে। কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছি।’ ট্যুইট রাহুল গাঁধীর।
‘কৃষকদের আন্দোলন শেষ করতে গতকাল রাতে লাঠিচার্জ। আজ গাজিপুর, সিঙ্ঘুতে কৃষকদের হুমকি দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্র-বিরোধী। কৃষক আন্দোলনের পাশে আছে কংগ্রেস। কৃষকদের পাশে যাঁরা নেই, তাঁরা দেশদ্রোহী।’ ট্যুইট প্রিয়ঙ্কা গাঁধীর।
নাবালক-নাবালিকার হাত ধরা বা তার সামনে প্যান্টের চেন খোলার ঘটনা, যৌন হেনস্থা বলার পক্ষে যথেষ্ট প্রমাণ নয়, জানাল বম্বে হাইকোর্ট। আদালতের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা আজ বলেন, হাত ধরলে বা অভিযুক্ত প্যান্টের চেন খুললে The Protection of Children from Sexual Offences বা POCSO আইনে যৌন হেনস্থা বলা যাবে না। এর আগে গত উনিশে জানুয়ারি বিচারপতি তাঁর রায়ে বলেন, নাবালক-নাবালিকাদের ক্ষেত্রে পোশাক খুলে বা জামাকাপড়ের ভিতরে হাত গলিয়ে তাদের স্পর্শ না করা হলে, তা যৌন নির্যাতন নয়। ত্বকের সঙ্গে সরাসরি সংস্পর্শ না হলে, পকসো আইন মোতাবেক তা যৌন নির্যাতন বলা যাবে না। বুধবার সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর এদিন এই রায় দেয় বম্বে হাইকোর্ট।
ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে হারিয়েছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার এরাজ্যের বিধানসভা ভোটেও প্রার্থী দিচ্ছে তারা। তবে বৃহস্পতিবার ঝাড়গ্রামে সভা করে JMM বুঝিয়ে দিয়েছে, এখানে তাদের লড়াই তৃণমূল-বিজেপি দু’দলের বিরুদ্ধেই। অন্যদিকে, JMM-এর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের আগে হিন্দিভাষীদের আস্থা অর্জনের চেষ্টা তৃণমূলের। বৃহস্পতিবার তৃণমূল ভবনে হিন্দিভাষী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে বাঙালি-অবাঙালি বিভাজনের অভিযোগও তোলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে UAPA-তে মামরা রুজু করল দিল্লি পুলিশ। পাশাপাশি, ২০ জন কৃষক নেতাকেও নোটিস পাঠানো হয়েছে। গাজিপুর সীমানা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। যদিও, পুরনো অবস্থানেই অনড় রয়েছেন বিক্ষোভকারী কৃষকরা।
‘আমি গণতন্ত্রের পক্ষে। কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছি।’ ট্যুইট রাহুল গাঁধীর।
‘কৃষকদের আন্দোলন শেষ করতে গতকাল রাতে লাঠিচার্জ। আজ গাজিপুর, সিঙ্ঘুতে কৃষকদের হুমকি দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্র-বিরোধী। কৃষক আন্দোলনের পাশে আছে কংগ্রেস। কৃষকদের পাশে যাঁরা নেই, তাঁরা দেশদ্রোহী।’ ট্যুইট প্রিয়ঙ্কা গাঁধীর।
নাবালক-নাবালিকার হাত ধরা বা তার সামনে প্যান্টের চেন খোলার ঘটনা, যৌন হেনস্থা বলার পক্ষে যথেষ্ট প্রমাণ নয়, জানাল বম্বে হাইকোর্ট। আদালতের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা আজ বলেন, হাত ধরলে বা অভিযুক্ত প্যান্টের চেন খুললে The Protection of Children from Sexual Offences বা POCSO আইনে যৌন হেনস্থা বলা যাবে না। এর আগে গত উনিশে জানুয়ারি বিচারপতি তাঁর রায়ে বলেন, নাবালক-নাবালিকাদের ক্ষেত্রে পোশাক খুলে বা জামাকাপড়ের ভিতরে হাত গলিয়ে তাদের স্পর্শ না করা হলে, তা যৌন নির্যাতন নয়। ত্বকের সঙ্গে সরাসরি সংস্পর্শ না হলে, পকসো আইন মোতাবেক তা যৌন নির্যাতন বলা যাবে না। বুধবার সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর এদিন এই রায় দেয় বম্বে হাইকোর্ট।
Tags :
WB Polls 2021 With ABP Ananda ABP Ananda Ek Dozen Galpo Anubrata Mandal Khobor Bangla Khabar Bangla News Live News Bangla Bangla News Live Bangla News Bengali News Live Bengali News Bangla Khabar Ajker Khobor Ajker Bangla Khabar ABP Ananda Digital ABP Ananda LIVE ABP Ananda Bengali News Jmm Congress WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Bengal Polls WB Election WB Polls West Bengal Assembly Elections 2021 West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections Dilip Ghoshসমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement