এক ডজন গল্প: সারাদিনে ৫৩ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা, চর্চায় অভিষেকের ডায়মন্ডহারবার মডেল | Bangla News
করোনা রুখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলে জোর। আজ সারাদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৫৩ হাজারের বেশি করোনা পরীক্ষা হল। এলাকাকে কোভিডমুক্ত করতে চেষ্টার শেষ থাকবে না, ট্যুইটে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) ওপর নজরদারির জন্য গঠিত কমিটি থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বাদ দেওয়া নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। রাজ্য সরকার তাঁকে ভয় পায় বলে দাবি শুভেন্দু অধিকারীর। তুচ্ছ মানুষকে কেন ভয় পাবে? পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।
বেলগাছিয়ায় (Belgachia) তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে তৃণমূলকর্মীরই শ্লীলতাহানির অভিযোগ। ১০ জানুয়ারি ওয়ার্ড অফিসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে বাধা, শ্লীলতাহানির অভিযোগ। পাল্টা অভিযোগকারিণীর বিরুদ্ধেই পাল্টা অভব্য আচরণ, মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর। দু’পক্ষেরই অভিযোগ এসেছে, খতিয়ে দেখা হচ্ছে, খবর পুলিশ সূত্রে।
ডোনার নিয়ে গিয়েও রক্ত না পাওয়ার অভিযোগে এসএসকেএমের (SSKM) ব্লাড ব্যাঙ্কে ভাঙচুর। সদ্যোজাতের রক্ত না পাওয়ায় অভিযোগে ভাঙচুর। ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার করোনা আক্রান্ত হয়ে না থাকার অভিযোগে তাণ্ডব। ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
পূর্ব রেলে দ্রুত ছড়াচ্ছে করোনার (Corona) সংক্রমণ। পূর্ব রেলে ৪ হাজারের বেশি কর্মী করোনা আক্রান্ত। ৪ হাজারের বেশি কর্মীর অধিকাংশই রয়েছেন হোম আইসোলেশনে। রেলের বেশ কয়েকজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও সংক্রমিত। পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা নেই, দাবি পূর্ব রেলের।
পাহাড়ে শিলাবৃষ্টি। কলকাতাতেও (Kolkata) রাতভর ধারাপাত। শীতের লেপকম্বল, পিঠে-পুলি-পায়েসের আয়েশ উধাও। অবস্থা এমনই, যে জানুয়ারির প্রথমেও মাথায় ছাতা। অসময়ে বৃষ্টিতে নাজেহাল কলকাতা থেকে দক্ষিণবঙ্গ। পাহাড়েও একই ছবি। শিলাবৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে। কোথাও কোথাও আবার সকালের দিকে ছিল কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে।
সমস্ত শো
সেরা শিরোনাম
