এক ডজন গল্প: সন্ধ্যা মুখোপাধ্যায়কে এতদিন পরে পদ্মশ্রী দিয়ে চেয়ে অপমান করেছে মোদি সরকার, অভিযোগে সরব বাংলার বিশিষ্টরা | Bangla News
নবতিপর সন্ধ্যা মুখোপাধ্যায়কে এতদিন পরে পদ্মশ্রী দিয়ে চেয়ে অপমান করেছে মোদি সরকার, অভিযোগ বাংলার বিশিষ্টদের। একই অভিযোগ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমেরও। পুরষ্কার প্রত্যাখ্যান নিয়ে শিল্পীদের কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তা নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের রেশ এবার গিয়ে পড়ল রেড রোডে (Red Road) প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। সৌজন্য দেখালেও কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রোটোকল ভঙ্গ করা হয়েছে, কটাক্ষ করে ট্যুইট করলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। জবাব দিয়েছে তৃণমূলও।
‘সংসদের সদস্য হওয়া সত্ত্বেও প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যের অনুষ্ঠান অথবা জেলার কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। জাতীয় উৎসবেও রাজনৈতিক স্বার্থে পক্ষপাতদুষ্ট আচরণ রাজ্যের। আমি খুব বেদনাহত। অনুরোধ করছি এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হোক’, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)।
প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষ্যে নর্থ, সাউথ ব্লক ও রাষ্ট্রপতি ভবনে লেজার শো।