এক্সপ্লোর
এক ডজন গল্প: ১৬ জানুয়ারি থেকে শুরু ভ্যাকসিনেশনের কাজ, হবে রাজ্যের সব মেডিক্যাল কলেজে
এক নরেনের জন্মজয়ন্তীর দিনে আরেক নরেন-কে নিয়ে বিতর্ক। আজ নিজেদের ট্যুইটার হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও পোস্ট করে বঙ্গ বিজেপি। তাতে ক্যাপশন ‘ঘরের ছেলে নরেন’। এই নিয়ে পাল্টা কটাক্ষ করে ট্যুইটারে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার লেখেন, আমাদের ঘরের ছেলে নরেন্দ্রনাথ দত্ত। যাঁকে বিশ্ব চেনে স্বামী বিবেকানন্দ নামে। কিন্তু ফরেন থেকে এল এ কোন নরেন! ট্যুইটার পোস্টে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রশ্ন, ঘরের ছেলে বলছেন! তাহলে এই নরেন কোথায় ছিলেন এতদিন? ৮ মাস হয়ে গেল, তাঁর দেখা নেই বাংলায়। ঘরের ছেলে আমফানের ত্রাণ আর জিএসটির বকেয়া আটকে রাখেন কেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
১৬ জানুয়ারি থেকে শুরু ভ্যাকসিনেশনের কাজ। রাজ্যের সব মেডিক্যাল কলেজে হবে ভ্যাকসিনেশন। বি সি রায় হাসপাতাল, আইডি হাসপাতালে হবে ভ্যাকসিনেশন। চিত্তরঞ্জন সেবা সদনেও হবে করোনা ভ্যাকসিনেশন।
হুগলির গোঘাটে বিক্ষোভের মুখে পড়লেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। কনভয় যাওয়ার সময় রাস্তার ধারে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে পাল্টা দাবি তৃণমূলের।
কয়লা পাচারকাণ্ডে এবার কোল ইন্ডিয়াকে চিঠি দিল সিবিআই। যেসব কয়লা খাদান এলাকায় লালা সক্রিয় ছিলেন সেখানে বিশেষ দল পাঠাতে বলা হয়েছে। অন্যদিকে, লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার ৩টি ফ্ল্যাট সিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
১৬ জানুয়ারি থেকে শুরু ভ্যাকসিনেশনের কাজ। রাজ্যের সব মেডিক্যাল কলেজে হবে ভ্যাকসিনেশন। বি সি রায় হাসপাতাল, আইডি হাসপাতালে হবে ভ্যাকসিনেশন। চিত্তরঞ্জন সেবা সদনেও হবে করোনা ভ্যাকসিনেশন।
হুগলির গোঘাটে বিক্ষোভের মুখে পড়লেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। কনভয় যাওয়ার সময় রাস্তার ধারে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে পাল্টা দাবি তৃণমূলের।
কয়লা পাচারকাণ্ডে এবার কোল ইন্ডিয়াকে চিঠি দিল সিবিআই। যেসব কয়লা খাদান এলাকায় লালা সক্রিয় ছিলেন সেখানে বিশেষ দল পাঠাতে বলা হয়েছে। অন্যদিকে, লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার ৩টি ফ্ল্যাট সিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
Tags :
West Bengal Corona Vaccine West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP WB Polls With ABP Ananda Congress WB Elections With ABP Ananda West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shahসমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement