এখন কলকাতা: কামারহাটির ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য | Bangla News
পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "উচ্ছিষ্টদের নিয়ে রাজনীতি বিজেপি করে না। রাজ্য নির্বাচন কমিশন মিটিংয়ের অনুমতি দিয়ে দিচ্ছে, কিন্তু অন্য রাজনৈতিক দল কীভাবে প্রচার করবে, অবাধ নির্বাচন প্রক্রিয়ায় কীভাবে অংশগ্রহণ সেটাও তো দেখা উচিত।"
এদিকে, ‘রাজ্যের সঙ্গে দ্বন্দ্বে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ কি উপকৃত হচ্ছে? সংবাদমাধ্যম ও ট্যুইটই কি সব কিছু সমাধান করবে? আপনার অবস্থান কি শাসকদলকেই সহানুভূতি জোগাচ্ছে না? মানুষ আপনার থেকে প্রকৃত রাষ্ট্রনেতার মতো আচরণ প্রত্যাশা করে", ট্যুইটে রাজ্যপালকে খোঁচা বিজেপির বহিষ্কৃত নেতা জয়প্রকাশ মজুমদারের (Joyprakash Majumdar)। এর ব্যাখ্যা দিয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, "গণতন্ত্রের সবচেয়ে বড় কথা যে লড়াই হবে নির্বাচনে। নির্বাচনে যে জিতে আসবেন, তাকে মেনে নিতে হবে। সেই জায়গা থাকা দরকার। না মেনে সংঘাতের জায়গায় গেলে ক্ষতি হয় সাধারণ মানুষের। রাজ্যপাল সব বিষয়ে প্রশ্ন করতে পারেন কিন্তু নাক গলাতে পারেন না।"
উত্তরপাড়া-কোতরং পুরসভায় তৃণমূলের (TMC) টিকিট পেলেন প্রাক্তন জেলা সভাপতি দিলীপ যাদব। চাকদা পুরসভায় টিকিট পেলেন শঙ্কর সিংহের ছেলে শুভঙ্কর সিংহ। বিধানসভা ভোটে পরাজিত হয়েছিলেন শঙ্কর সিংহের ছেলে। বিধানসভা ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। কামারহাটি (Kamarhati) পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। টিকিট পেলেন না বিধায়করা (MLA)। পুরভোটে তৃণমূলের টিকিট পেলেন না সুজিত বসু, অরিন্দম গুইন, অসিত মজুমদার। টিকিট পেলেন না রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, খোকন দাস, অপূর্ব সরকার।টিকিট পেলেন না নীহার ঘোষ, রথীন ঘোষ। কোচবিহার পুরসভায় টিকিট পেলেন অভিজিৎ দে ভৌমিক। বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি।