এখন কলকাতা: আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের, নির্দেশে 'অখুশি' বাবা | Bangla News
আনিস খানের (Anish Khan) দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। জেলা জজের পর্যবেক্ষণে ময়নাতদন্তের নির্দেশ। সিটেই আস্থা হাইকোর্টের। ‘ময়নাতদন্তের রিপোর্ট সিট ও মামলাকারীদের দ্রুত দিতে হবে। মামলাকারীদের উপস্থিতিতে আনিসের ফোন সিল করবে সিট। তারপর পাঠাতে হবে ফরেন্সিক পরীক্ষার জন্য। হায়দরাবাদে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে হবে আনিসের ফোন। ফোনের তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিট ও মামলাকারীদের’, নির্দেশ হাইকোর্টের। জেলা জজের প্রতিনিধির উপস্থিতিতে ধৃতদের টি আই প্যারেডের নির্দেশ ২ সপ্তাহের মধ্যে সিটকে (SIT) রিপোর্ট পেশের নির্দেশ আদালতের।
এই রায় নিয়ে আনিস খানের বাবা বলেন, "এই রায়ে আমি খুব খুশি নই। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী কথা বলব। উঁচু স্তরেও যেতে পারি।"
তাঁদের বলির পাঁঠা করা হয়েছে। ওসির নির্দেশে আনিসের বাড়িতে গেছিলেন বলে বিস্ফোরক দাবি করলেন ধৃত হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য। এই অবস্থায়, ফের সিবিআই তদন্তের দাবি করেছে আনিসের পরিবার।