এখন কলকাতা (Seg 1): প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে এবার বিজেপি ছাড়লেন বনি-সোহেল | Bangla News
এবার বিজেপি (BJP) ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সোশাল মিডিয়ায় বিজেপি-ত্যাগের কথা ঘোষণা। বঙ্গ বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন বনি। বিজেপি ছাড়লেন অভিনেতা সোহেল দত্ত (Sohail Dutta)। ‘হয়তো বিজেপিতে যোগ দেওয়াতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজনীতির ময়দানে খেলাধুলো করে মজা পেয়েছি, ভবিষ্যতেও থাকতে পারি’, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের জল্পনা বাড়িয়ে মন্তব্য বনি সেনগুপ্তর। আগামী দিনে বিজেপি ল্যাম্পপোস্ট হবে, দলত্যাগের পরেই খোঁচা সোহেলের।
‘মতুয়াদের জন্য সিএএ-র (CAA) দাবি দীর্ঘদিনের’, সিএএ নিয়ে এবার চাপ বাড়ালেন হরিণঘাটার বিজেপি (BJP) বিধায়ক। শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন অসীম সরকার।
পোস্টার-পাল্টা পোস্টার ঘিরে বিজেপিতে (BJP) আরও প্রকট অন্তর্দ্বন্দ্ব। এবার অমিতাভ চক্রবর্তী ও সুকান্ত মজুমদারের সমর্থনে পড়ল পোস্টার। শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ শহরের একাধিক জায়গায় বিজেএমসি-র নামে পোস্টার পড়েছে। পোস্টারে অমিতাভ চক্রবর্তী ও সুকান্ত মজুমদারের পাশে থাকার বার্তা। এর আগে শহরে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার পড়ে।
বালিগঞ্জে (Ballygunge) কয়লা ব্যবসায়ীর অফিসে হামলার ঘটনায় ধৃত আরও এক। ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। গতকাল বর্ধমান থেকে ধৃত বিকাশ পাণ্ডে ঝাড়খণ্ডের (Jharkhand) কুখ্যাত গ্যাংস্টার আমন সাউয়ের শাগরেদ। এর আগে গতকাল আরও দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। কয়লা ব্যবসায়ীদের টার্গেট করে তোলাবাজি চালানোর অভিযোগ। জানুয়ারির গোড়ায় বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে হামলা হয়।
All Shows






























