এখন কলকাতা (Seg 1): ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী, শুরু তরজা। Bangla News
ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী, ‘বাধ্য হয়েছি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করতে, ‘এরজন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বারবার প্রধানমন্ত্রীকে বলেছি, নিজেকে কী ভাবেন রাজ্যপাল, সুপার পাহারাদার রাজ্যপাল!’ আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্যপালকে ট্যুইটারে ব্লক মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee), পাল্টা ট্যুইট রাজ্যপালের। ‘রাজ্যের কেউ সাংবিধানিক রীতিনীতি ব্লক করতে পারে না। আইনের শাসনকে কেউ ব্লক করতে পারে না। সংবিধানের ১৫৯ ধারা এটা সুনিশ্চিত করে। যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা সংবিধানের প্রতি আস্থাশীল ও অনুগত থাকবেন। এই ধারা তা সুনিশ্চিত করে’। পাল্টা ট্যুইট রাজ্যপালের (Jagdeep Dhankar)।
ট্যুইটারে রাজ্যপালকে (Jagdeep Dhankhar) ব্লক করলেন মুখ্যমন্ত্রী, ‘বাধ্য হয়েছি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করতে, ‘এরজন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বারবার প্রধানমন্ত্রীকে বলেছি, নিজেকে কী ভাবেন রাজ্যপাল, সুপার পাহারাদার রাজ্যপাল!’ আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এই বিষয়ে বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যপালের দ্বারা উত্থাপিত প্রশ্ন থেকে পালিয়ে বাঁচার জন্য ওনাকে ট্যুইটারে ব্লক করেছেন।'
ট্যুইটারে রাজ্যপালকে (Jagdeep Dhankhar) ব্লক করলেন মুখ্যমন্ত্রী, ‘বাধ্য হয়েছি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করতে, ‘এরজন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বারবার প্রধানমন্ত্রীকে বলেছি, নিজেকে কী ভাবেন রাজ্যপাল, সুপার পাহারাদার রাজ্যপাল!’ আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, 'এই কলতলার ঝগড়া কতদিন চলবে? ব্লক করেছেন, ভাল কথা। কিন্তু ঘোষণার মধ্যে দিয়ে সাংবিধানিক মনোভাবের বিরোধী মনোভাব প্রকাশ করলেন।'
'মুখ্যমন্ত্রী ট্যুইটার ব্লক করে সঠিক কাজ করেছেন। সংবিধানে কোথাও লেখা নেই রাজ্যপাল ট্যুইটারের মাধ্যমে নিজের মতামত জনসমক্ষে রাখতে পারবেন। রাজ্যপালের ট্যুইটার করা অসাংবিধানিক।' মুখ্য়মন্ত্রীর রাজ্যপালের ট্য়ুইটার ব্লক প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Saugata Roy)।
মঙ্গলবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ কেমন বাজেট চাইছেন সাধারণ মানুষ? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে কী প্রত্যাশা? চাকরিজীবী থেকে ব্যবসায়ীদের বাজেট ঘিরে হাজারো প্রত্যাশা৷
২৭ ফেব্রুয়ারির পুরভোট পিছনোর দাবি বিজেপির। ‘২৭ ফেব্রুয়ারির ভোট ৪ সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে দাবি রাজ্য বিজেপির। ‘সব পুরসভার ভোটগণনা একদিনে করা হোক’, দাবি রাজ্য বিজেপির।