এখন কলকাতা (Seg 1): কাল থেকেই দক্ষিণ ২৪ পরগনায় চালু হচ্ছে ‘ডক্টর্স অন হুইল', ৫ ব্লকে ঘুরবেন চিকিৎসকরা | Bangla News
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে চালু হচ্ছে ‘ডক্টর্স অন হুইল’। ‘দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) কাল থেকেই চালু হচ্ছে ‘ডক্টর্স অন হুইল' (Doctors On Wheel)। স্বাস্থ্য দফতরের সহযোগিতায় চালু হচ্ছে ‘ডক্টর্স অন হুইল’। দক্ষিণ ২৪ পরগনার ৫টি ব্লকে ঘুরবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা’, বিজ্ঞপ্তি জারি করে জানালেন দক্ষিণ ২৪ পরগনার সিএমওএইচ (CMOH)।
চিকিৎসক কুণাল সরকারকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ‘আপনার অভিভাবকত্ব আমাদের সবার কাছে অনুপ্রেরণা। চলুন সকলে মিলে একসঙ্গে লড়াই করি। প্রত্যেকের সুস্থতা নিশ্চিত করি’, কুণাল সরকারের ট্যুইট রিট্যুইট করে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় আগামী ২ মাস সবকিছু বন্ধ রাখা উচিত, দুদিন আগে মন্তব্য করেছিলেন অভিষেক। অভিষেকের বক্তব্যকে সমর্থন করে ট্যুইট করেছিলেন কুণাল সরকার (Dr. Kunal Sarkar)।
সম্প্রতি উলুবেড়িয়া (Uluberia) পুর এলাকায় ৮৪জন করোনা আক্রান্ত। ‘৮৪জনের মধ্যে ৬০জন হোম আইসোলেশনে, ৬জন হাসপাতালে। নিখোঁজ ১৮জন করোনা আক্রান্তের ঠিকানা, ফোন নম্বর ভুল। ভুল তথ্য দেওয়াতেই খোঁজ নেই ১৮জন করোনা আক্রান্তের। ভয় পাওয়ার কিছু নেই, পরিচয় গোপন করা ঠিক নয়’, করোনা আক্রান্তদের খোঁজ না পাওয়া নিয়ে মন্তব্য প্রশাসনের।
তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পরেই বিষ-পান করা শিক্ষিকাদের বদলি বাতিল। দূরের জেলায় বদলির প্রতিবাদে বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে বিষ-পান। বদলির প্রতিবাদে বিষ খান শিশু-মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ৫ শিক্ষিকা। পরে ৫ শিক্ষিকা-সহ আন্দোলনকারীরা যোগ দেন তৃণমূলে। আজই ৫ শিক্ষিকা-সহ ৭জনের বদলি বাতিলের নির্দেশ। ‘ক্ষমা চেয়ে অনুরোধ করেছিলেন, তাই বদলি বাতিল। আবেদনের ভিত্তিতে বদলি বাতিল', দাবি সরকারি সূত্রে।