এখন কলকাতা (Seg 1): বিধানসভার বাজেট অধিবেশনে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভ ঘিরে নাটকীয় পরিস্থিতি | Bangla News
আজ বিধানসভার বাজেট অধিবেশনে প্রায় ১ ঘণ্টা ধরে নাটকীয় পরিস্থিতি। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুরভোটে সন্ত্রাস নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। হাতজোড় রাজ্যপালকে ভাষণ শুরু করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর অনুরোধের বেশ খানিকক্ষণ পর আসনে বসেন রাজ্যপাল। শেষ মুহূর্তে রাজ্যপাল জগদীপ ধনকড় ভাষণের প্রথম এবং শেষ লাইন পড়ে তাঁর সাংবিধানিক দায়বদ্ধতা পালন করেন।
রাজ্যপাল বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, "বিধানসভায় অভূতপূর্ব ঘটনা ঘটেছে, আগে এরকম দেখিনি। তৃণমূলের বিধায়করা বারবার রাজ্যপালকে অনুরোধ করেন। এরকম কখনও হয়নি, রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি।" তিনি যোগ করেন, "রাজ্যপাল যাতে ভাষণ না পড়েন, অধিবেশন শুরু না হয়, তার চেষ্টা করেছে বিজেপি। হয়তো ওনার উপরে চাপ ছিল, শেষপর্যন্ত ভাষণ পড়েছেন, ধন্যবাদ। ভাষণের শেষ লাইন পড়েছেন রাজ্যপাল, এজন্য ওনাকে ধন্যবাদ।"
আজকের ঘটনা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, "এরকম যেন আর না ঘটে। গণতন্ত্রের পক্ষে শুভ নয়। রাজ্যপাল কখনও রাজ্যকে সাংবিধানিক সঙ্কটে ফেলতে পারেন না। এরকম ঘটনা না হওয়াই উচিত ছিল, এরকম হবে আমি ভাবিনি। বিধানসভার মার্শালের উচিত ছিল রাজ্যপালকে রক্ষা করা। এটা ছোট ব্যাপার নয়, বড় ব্যাপার। দায়িত্ব পালনে বাধা গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে এই নয় যে বিরোধীরা কোনও কথা বলতে পারবে না। গণতন্ত্র মানে বিরোধীদের সমান মর্যাদা দেওয়া।"
বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে বেনজির নাটক। রাজ্যপালের (Jagdeep Dhankhar) ভাষণের পরে দেখা করতে রাজভবন গেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ছিলেন প্রায় ৪৫ মিনিট। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান সস্ত্রীক রাজ্যপাল।