Ekhon Kolkata (Seg 1): আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে আলোচনা চান, রামপুরহাটকাণ্ডের মধ্যেই মুখ্যমন্ত্রীকে ডাকলেন রাজ্যপাল। Bangla News
রামপুরহাটকাণ্ডের মধ্যেই মুখ্যমন্ত্রীকে ডাকলেন রাজ্যপাল। ১ সপ্তাহের মধ্যে রাজভবনে মুখ্যমন্ত্রীকে ডাকলেন রাজ্যপাল। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে আলোচনা চান রাজ্যপাল। সিবিআইয়ের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যে উদ্বিগ্ন। কোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই। এব্যাপারে যাবতীয় পদক্ষেপ আইনি হওয়া উচিত, রাস্তায় নেমে নয়। কড়া চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাকলেন জগদীপ ধনকড়।
রামপুরহাট হত্যাকাণ্ডে শেখলাল শেখের বয়ান রেকর্ড। মিহিলালের সঙ্গে বসিয়ে নিহত নাজিমা বিবির স্বামীর বয়ান রেকর্ড। রামপুরহাট হত্যাকাণ্ডে গতকালই মৃত্যু হয় শেখলালের স্ত্রী নাজিমার। গত সোমবার রাতে ঠিক কী হয়েছিল? জানতে চায় সিবিআই, খবর সূত্রের। রামপুরহাট থানার সাসপেন্ড হওয়া আইসিকে প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। কটা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলেন? জানতে চাইল সিবিআই, খবর সূত্রের। ঘটনার রাতে রামপুরহাট থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই।