এখন কলকাতা(Seg 1): এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। Bangla News
ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। তা আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো।
'সাধারণ মানুষের জন্য এই বাজেট একটা শূন্য মাত্র। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ। এই বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। কোনওকিছুই কেন্দ্রের এই বাজেটে গুরুত্ব পায়নি।পেগাসাস-স্পিন বাজেট', ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
চলতি অর্থবছরের বাজেট নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেন, "বাজেটে উন্নয়নমুখী ভাবনার প্রতিফলন। যুবদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বাজেটে পর্বতমালা যোজনার উল্লেখ করা হয়েছে। গঙ্গাকে রাসায়নিক মুক্ত করতে উদ্যোগ। কৃষকদের আয় বাড়াতে সাহায্য করবে বাজেট।" প্রসঙ্গত, আগামীকাল ১১টার সময় বাজেট ও আত্মনির্ভর ভারত নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আচ্ছে দিনের জন্য আরও ২৫ বছর অপেক্ষা করতে হবে। প্রতিক্রিয়া শশী তারুরের।
কাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া দেখতে বিজেপি বাদে সব বিরোধীকে আমন্ত্রণ। কাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচন।
ঝাড়খণ্ডের নিরশাতে অবৈধ কয়লা খনিতে ধস। সাতজনের মৃতদেহ উদ্ধার । এখনও পর্যন্ত অন্তত ১৩ জনের চাপা পড়ার আশঙ্কা।