Ekhon Kolkata (Seg-2):’ ৯টি বাড়ির অবস্থা বিপজ্জনক’, রিপোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।Bangla News
মেট্রোর কাজের জন্যেই বউবাজারে ফাটল, রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১৮টি বাড়ির অডিট করে পুরসভাকে প্রাথমিক রিপোর্ট ইঞ্জিনিয়ারদের। ‘১৮টি বাড়ির মধ্যে ৯টি বাড়ির অবস্থা বিপজ্জনক। মেট্রোর কাজের জন্য ৪০ মিলিমিটার পর্যন্ত মাটি বসে গিয়েছে। মজবুত নির্মাণ থাকা সত্ত্বেও ১৭০ বছরের পুরনো বাড়িতেও ফাটল’। কলকাতা পুরসভাকে রিপোর্ট দিল যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। মেট্রো পরিষেবা চালু হলে আর ক্ষতি হবে না তো? ফাটলের পর ক্ষতিগ্রস্ত বউবাজারের বাড়ির কী অবস্থা? বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছিল কলকাতা পুরসভা।
মেট্রোর কাজের জন্যেই বউবাজারে ফাটল, রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১৮টি বাড়ির অডিট করে পুরসভাকে প্রাথমিক রিপোর্ট ইঞ্জিনিয়ারদের। ‘ডিজি বিল্ডিং শীঘ্রই আলোচনা করবে কেএমআরসিএলের সঙ্গে’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট নিয়ে জানালেন মেয়র।
মেট্রোর কাজের জন্যেই বউবাজারে ফাটল, রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১৮টি বাড়ির অডিট করে পুরসভাকে প্রাথমিক রিপোর্ট ইঞ্জিনিয়ারদের। ‘১৮টি বাড়ির মধ্যে ৯টি বাড়ির অবস্থা বিপজ্জনক। ‘বাড়ি পুরো ভাঙতে হবে না ঠিক করলেই হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে বাড়ির এখনের কি অবস্থা তাঁর ওপর। আমি প্রথম থেকেই বলেছি যে ধরনের সতর্কতা নেওয়ার প্রয়োজন ছিল তা নেয় নি।‘