এখন কলকাতা (Seg 2): পদ্মশ্রী প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের, 'বিদ্বেষ থেকে প্রস্তাব', কেন্দ্রকে নিশানা কবীর সুমনের | Bangla News
পদ্মশ্রী প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ‘৯০ বছরের সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে। তাঁর ছাত্রতুল্যও নয় এমন দু’জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। বিদ্বেষ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রীর প্রস্তাব দেওয়া হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়রা পৃথিবীতে আসেন ভারতরত্নর জন্য নয়।' কেন্দ্রীয় সরকারকে আক্রমণ কবীর সুমনের।
এই প্রত্যাখ্যান প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "প্রশ্নটা হচ্ছে, বুদ্ধবাবুকে কেন পুরস্কার দেওয়া হল? বুদ্ধবাবু যে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, সেটা বড় কথা নয়। এর অন্যতম কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপির যে অল্প বাড়বাড়ন্ত তা বামেদের ভোটের জেরেই। কিন্তু বাংলায় এখন বিজেপি ক্ষয়িষ্ণু শক্তি। এটি কেন্দ্রের তরফে বামপন্থীদের বন্ধুত্বের বার্তা যে আমরা তোমাদের নেতাকে পদ্মভূষণ দিচ্ছি, তোমরা আমাদের ভোট দাও।"
দিলীপ ঘোষের পথে ‘পদ্ম’-প্রত্যাখ্যানকারীদের কটাক্ষ অনুপম হাজরার। ‘যাঁরা অপমানিত বোধ করে পদ্মভূষণ বা পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন। শুনছি পরের বছর তাঁদের বঙ্গভূষণ বা বঙ্গশ্রী দেওয়া হবে এবং সেটি নিতেই হবে, প্রত্যাখ্যান করা যাবে না', 'পদ্ম’ পুরস্কার প্রত্যাখ্যানকারীদের কটাক্ষ বিজেপি (BJP) নেতা অনুপম হাজরার (Anupam Hazra)।
'কে পদ্মভূষণ নেবেন না না নেবেন, তা বলার এক্তিয়ার অনুপম হাজরার নেই। লজ্জা লাগে না? দুই পয়সা দাম নেই এই ছেলেগুলোর', পাল্টা মন্তব্য অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)।
‘গোয়ায় তৃণমূলের (TMC) পার্টি অফিসে হামলা। প্রচারে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলকে’, অভিযোগ জানাতে কাল নির্বাচন কমিশনে (Election Commission) যাচ্ছে তৃণমূল। সৌগত রায়ের নেতৃত্বে কমিশনে যাচ্ছে তৃণমূলের ৪ সদস্যের সংসদীয় দল। প্রতিনিধি দলে থাকছেন শান্তনু সেন, আবির বিশ্বাস, অপরূপা পোদ্দার।