Kolkata: 'এটা হল তৃণমূলের এগিয়ে বাংলা', কলকাতার বহু জায়াগায় বহুতল হেলে পড়া প্রসঙ্গে মন্তব্য শমীকের
ABP Ananda Live: 'এটা হল তৃণমূলের এগিয়ে বাংলা। কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর এসব জায়গায় পাঁচ তলা বাড়ি হয় না, সেখানে ৮ তলা বাড়ির পারমিশন দিচ্ছে।' মন্তব্য শমীক ভট্টাচার্যের।
আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে হাজির প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা:
আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে হাজির প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। আজই কি ‘ফুল’ বদল করতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী? হাসিমারা বিমানবন্দরের কাছে সুভাষিণী চা বাগানের মাঠে আজ মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান। এর আগে মাদারিহাট উপনির্বাচনের আগে বার্লার বাড়িতে গিয়ে বৈঠক করেন তৃণমূল নেতারা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
মলয় ঘটকের বাড়ি-অফিসে দুষ্কৃতী হামলায় গ্রেফতার:
আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি-অফিসে দুষ্কৃতী হামলা। অভিযুক্তকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃত ভিকি কেওড়ার পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ। নিজের বাড়িতেও ভাঙচুর চালাচ্ছেন। অভিযোগ, আসানসোলের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ির অফিসে ঢুকে তিনি পাথর দিয়ে ভেঙে দেন টেবিলের কাচ।


















