এখন কলকাতা (Seg 2): ইউক্রেন-পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পাশে থাকার বার্তা মমতার | Bangla News
ইউক্রেন-পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। রাজনৈতিক বিরোধিতা সরিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা। তিনি লেখেন, "দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আমরা সবাই পাশে আছি। যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভারতের প্রতিশ্রুতি সম্পর্কে সবাই জানে। পরিস্থিতি পর্যালোচনায় সর্বদল বৈঠক ডাকা যায় কিনা ভেবে দেখতে পারেন। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে বিশ্বে শান্তি রক্ষায় ভারতকে নেতৃত্ব দিতে হবে।"
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে রাজ্যে ফিরলেন আরও এক মেডিক্যাল পড়ুয়া। দিল্লি হয়ে অন্ডালে ফিরলেন পর্ণশ্রী দাস। অণ্ডাল বিমানবন্দরে পর্ণশ্রীকে স্বাগত জানান এসডিও। স্বস্তিতে পরিবার।
যুদ্ধের ৫ দিনের মাথায় ইউক্রেনকে সাহায্য ন্যাটোর, রাশিয়া-ইউক্রেন বৈঠকের মাঝেই ট্যুইট ন্যাটো প্রধানের, ‘রুশ বাহিনীর মোকাবিলায় পাঠানো হচ্ছে এয়ার ডিফেন্স মিসাইল, ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রও দিচ্ছে ন্যাটো, ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে’, জানালেন ন্যাটো প্রধান।