Ekhon Kolkata(Seg1): কলকাতায় দিনে দুপুরে শ্যুটআউট, আর্থিক লেনদেন নিয়ে বচসার জেড়ে গুলি। Bangla News
খাস কলকাতায় দিনে দুপুরে শ্যুটআউট। সিনেমার পর্দাকে হার মানাবে এমন ঘটনা। বাঁশদ্রোণী এলাকায় দিনে দুপুরে আর্থিক লেনদেন নিয়ে বচসার জেড়ে গুলি। 'এই এলাকা খুবই শান্তিপূর্ণ, এরকম ঘটনা এই প্রথম ঘটল', মত স্থানীয় বাসিন্দাদের। প্রাথমিক তদন্তে দু রাউন্ড গুলি চলেছে বলে সন্দেহ পুলিশের। হাজির হয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
লেক গার্ডেন্সে খোদ সৌগত রায়ের (Saugata Roy) বাড়ির সামনে সিণ্ডিকেট দৌরাত্ম্য। বখরার দায়িত্ব নিয়ে মারামারি। এরকম ঘটনা আগে দেখিনি, মত স্থানীয় প্রবীণ বাসিন্দাদের। বাড়ি ভাঙার দায়িত্বে ছিলেন যে শ্রমিকেরা, তাদের চোখেমুখে এখনও আতঙ্ক। "গতকাল আমার সাথে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কথা হয়েছে। আমি ওঁকে বলেছি, কাউন্সিলর আর স্থানীয় নেতাকে ডেকে যাতে বলেন এমন ঘটনা যেন না হয়। আজ সকালে ব্লক তৃণমূল সভাপতি রতন দে এসেছিলেন, তিনিও আমার বক্তব্যে সমর্থন জানিয়েছেন। আমি বলেছি, সব মিটলে বড় করে একটি কর্মীদের মিটিং ডাকতে। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, কর্মীদের এই বার্তা দেওয়া হবে।" বললেন সৌগত রায় (Saugata Roy)।
ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারকে বেধড়ক মার, তৃণমূল নেতার জামিন। ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণের পরে নেতার জামিন। । পুলিশের জামিন-অযোগ্য ধারা যুক্ত করার আবেদনও খারিজ আদালতে। আক্রান্তরা বাড়ি ফিরতে পারছেন না। একটি অজ্ঞাত জায়গায় রয়েছেন। তবে পুলিশের তরফ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে তাঁদের বাড়িতে তাঁরা ফিরতে পারেন। পুলিশের তরফ থেকে যাবতীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।