এক্সপ্লোর
আমির খানের সঙ্গে আর স্ক্রিন শেয়ার করতে চান না অভিষেক বচ্চন!
আমির খানের পরিচালনায় অভিনয় করতে চান অভিষেক বচ্চন। ইনস্টাগ্রাম পোস্টে জানালেন একথা। কয়েকদিন ধরেই নিজের দুই দশকের কেরিয়ারের নানা স্মৃতি-কথা শেয়ার করছেন অভিষেক। তাতেই ২০১৩-এ মুক্তি পাওয়া ধুম থ্রি-এ আমির খানের সঙ্গে কাজ করার কথা স্মরণ করেন অভিষেক। তারপরই জানান, ভবিষ্যতে সুযোগ পেলেও আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান না তিনি। বরং আমির খানের পরিচালনায় ক্যামেরার সামনে অভিনয় করতে চান।






























