এক্সপ্লোর
সুশান্তের আত্মহত্যা আচমকাই উৎসবে পরিণত হয়েছে! ‘রহস্য রয়েছে’, বিস্ফোরক শিবসেনা নেতা
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলা আচমকা উত্সবে পরিণত হয়েছে। দলীয় মুখপত্রে এমনটাই লিখলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। নিজের লেখায় জানান, সুশান্তের মৃত্যুর নেপথ্যে কোনও রহস্য লুকিয়ে রয়েছে, কিছু মানুষ এমনটা মনে করেন। সুশান্ত সিং রাজপুত যে আত্মহত্যা করবেন, এমনটা আঁচ করতে পেরেছিলেন বলে এক পরিচালক জানিয়েছেন। কিন্তু সুশান্তকে বাঁচিয়ে রাখার জন্য তিনি কী করেছিলেন? মনে করা হচ্ছে, সুশান্তের মৃত্যুর পর পরিচালক মহেশ ভাটের মন্তব্যকে কটাক্ষ করেই এই কথা লিখেছেন সঞ্জয় রাউত। শিবসেনা নেতা জানান, নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘ঠাকরে’-র পর জর্জ ফার্নান্ডেজের বায়োপিকে তিনি সুশান্ত সিং রাজপুতকে নেওয়ার কথা ভেবেছিলেন। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি দেখে তাঁর সুশান্তকে পছন্দ হয়েছিল। পরে তিনি জানতে পারেন, সুশান্ত মানসিক অবসাদে ভুগছেন। তা শুনেই সুশান্তকে নেওয়ার পরিকল্পনা ত্যাগ করেন।






























