এক্সপ্লোর
Filmstar: ভারতের বীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ অজয় দেবগনের
ভারতের বীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ করলেন অজয় দেবগন। নেটফ্লিক্সের নতুন ছবিতে অভিনয় করছেন রাধিকা আপ্তে, রাজকুমার রাও, হুমা কুরেশি। নতুন ভিডিওতে অনুরাগীদের বার্তা দিলেন ক্যাটরিনা কাইফ। ৩০ জুলাই মুক্তির অপেক্ষায় ‘সিটি অফ ড্রিমস’ সিজন টু। ওয়েব সিরিজ ‘ছত্রশাল’-এ ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করছেন আশুতোষ রাণা। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।
কৃতী শ্যানোন ও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবি ‘মিমি’ নির্ধারিত দিনের আগেই মুক্তি পেল নেটফ্লিক্স এবং জিও সিনেমায়। সারোগেসিকে কেন্দ্র করে এই ছবির কাহিনি লেখা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন লক্ষণ উতেকার। সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।






























