এক্সপ্লোর
'ক্রাইম পেট্রোল', 'সরবজিত' খ্যাত অভিনেতা রঞ্জন সেহগলের মৃত্যু
৩৬ বছর বয়সে প্রয়াত টেলিভিশন অভিনেতা রঞ্জন সেহগল। ঐশ্বর্যা রাই বচ্চন, রণদীপ হুডা, রিচা চড্ডা অভিনীত ‘সরবজিত’-এ অভিনয় করেছিলেন রঞ্জন। নিয়মিত অভিনয় করতেন ক্রাইম পেট্রল সিরিজে। জানা গিয়েছে, মাল্টি অর্গ্যান ফেলিওর হওয়ার কারণে মৃত্যু হয়েছে অভিনেতার। করোনা সঙ্কটের আবহে গুঞ্জনের শিকার হেমা মালিনী। খবর রটেছিল, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হেমা। ট্যুইটারে ভিডিও আপলোড করে গুঞ্জন নস্যাত্ করেন হেমা। জানান সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।































