এক্সপ্লোর
ফিল্মস্টার: বাবুলের গলায় কন্টেম্পরারি রবীন্দ্রসঙ্গীত, মুক্তি পেল 'বহু যুগের ওপার হতে' মিউজিক ভিডিও
রাজনীতি নিয়ে ব্যস্ততা যতই থাকুক গান তাঁর প্রথম প্রেম। আর সেই প্রেমের ডাকে সাড়া তো দিতেই হবে। মুক্তি পেল বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) কণ্ঠে রবীন্দ্র সঙ্গীতের মিউজিক ভিডিও। একান্ত সাক্ষাৎকারে এই গান নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন তিনি। দেশের প্রতি ভালবাসা, আত্মত্যাগের কাহিনী নিয়ে বলিউডে বহু ছবি হয়েছে। ওয়েবেও দেশপ্রেমের কাহিনী নিয়ে মুক্তি পেয়েছে একাধিক সিরিজ। প্রখ্যাত পরিচালকদের আগামী সিনেমা দেশভক্তির প্রেক্ষাপটে দর্শকদের নতুন গল্প শোনানোর অপেক্ষায়। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় বম্বে বেগমস। এই ওয়েব সিরিজের হাত ধরেই ওটিটিতে পা রাখতে চলেছেন পূজা ভাট। চোখ রাখা যাক ফিল্মি ফটাফটে।






























