ফিল্মস্টার: আগামিদিনে কোন কোন বলিউড তারকা ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন?
করোনা পরিস্থিতিতে দুঃস্থদের সাহায্যের জন্য ভার্চুয়াল কনসার্টে অংশ নেবেন শান, সোনু নিগম, সাধনা সরগম, পল্লবী যোশী-সহ মোট ৩৫ জন শিল্পী। করোনা (Corona) মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছে সোনু সুদ, অমিতাভ বচ্চন থেকে শিল্পা শেট্টি। অতিমারিতে বন্ধ প্রেক্ষাগৃহ, তাই ভরসা এখন ওটিটি (OTT Platform)। বলিউডের বহু তারকাই ডেবিউ করেছেন ওটিটিতে। আগামিদিনে আর কোন কোন তারকা ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন? আসুন দেখে নেওয়া যাক। ছুটি কাটাতে গিয়েও শরীরচর্চা করছেন পরিণীতি। অ্যাকশন দৃশ্যে বিদ্যুৎ মানেই বিনোদন। প্রকাশ্যে শাহরুখ-কাজল অভিনীত দিলওয়ালে ছবির না দেখা দৃশ্য। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।






























