এক্সপ্লোর
ফিল্মস্টার: 'ছদ্মবেশী'-র রিমেকে রাজকুমার-ভিকি; কঙ্গনার বিরুদ্ধে হৃতিকের FIR ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিল মুম্বই পুলিশ
১৯৭৫-এ 'ছদ্মবেশী'র হিন্দি রিমেক ফের বড় পর্দায়। এবার অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও ও ভিকি কৌশল। এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে রাজকুমার ও ভিকিকে। ফের শিরোনামে হৃতিক-কঙ্গনা বিতর্ক। ২০১৬ সালের কঙ্গনার বিরুদ্ধে হৃতিকের ফাইল করা FIR এবার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিল মুম্বই পুলিশের সাইবার সেল ইউনিট। সূত্রের খবর, হৃতিকের আইনজীবী মুম্বই কমিশনারকে চিঠি লিখে বিষয়টির দ্রুত নিষ্পত্তির আবেদন জানান। তারপরই পুলিশের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহিদ কাপুর অভিনীত 'জর্সি'র শ্যুটিং শেষ হল। শ্যুটিং শেষে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করলেন অভিনেতা। দেখুন ফিল্মি দুনিয়ার নানা ছবি।






























