Film Star: 'দ্য ফ্যামিলি ম্যান সিজন থ্রি'র শ্যুটিং হচ্ছে নাগাল্যান্ডেই আর শ্যুটিংয়ের অবসরে মনোজ বাজপেয়ী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পাহাড় আর ঝর্ণায় ঘেরা নাগাল্যান্ডে প্রথমবার সফর। ঘুরতে নয়। শ্যুটিংয়ের জন্য। পাহাড়ের বুকে, সবুজে ঢাকা প্রকৃতি সম্মোহিত করেছে দ্য ফ্যামিলি ম্যান মনোজ বাজপেয়ীকে। শ্রীকান্ত তিওয়ারি আর জেকে এখন অপরাধীদের পিছু ধাওয়া করে হাজির নাগাল্যান্ডে। 'দ্য ফ্যামিলি ম্যান সিজন থ্রি'র শ্যুটিং । তো নাগাল্যান্ডেই হচ্ছে। আর শ্যুটিংয়ের অবসরে মনোজ বাজপেয়ী । শারিব হাসমি, গুল পনাগ সৌজন্য সাক্ষাৎ সারলেন নাগাল্যান্ডের পর্যটন এবং উচ্চশিক্ষা মন্ত্রী তেমজেন ইমনা অ্যালোংয়ের সঙ্গে। নাগাল্যান্ডের সংস্কৃতি মেনেই তাঁদের নাগা শাল উপহার দিলেন তেমজেন।
আরও খবর..
বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভাপতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ। বালুরঘাট হাসপাতালে তুলকালাম বিজেপির কর্মী সমর্থকদের। হাসপাতালের সুপারের পদত্যাগের দাবিতে সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের।
অনুমতি ছাড়া, কাউকে না জানিয়েই গত ৮ অগাস্ট থেকে ছুটিতে চলে যান সার্জারি বিভাগের পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি অভীক দে। মেডিক্য়াল কলেজে যোগ দেওয়ার পর থেকে এখনও রেজিস্ট্রেশনের ফরমালিটি পূরণ করেননি তিনি। ডিনের অফিস থেকে পরিচয়পত্র নেননি। জমা দেননি গবেষণাপত্রের সিনোপসিসও। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো চিঠিতে অভিযোগ এসএসকেএমের ডিন অফ স্টুডেন্টসের। প্রকাশ্য়ে এল ৪ সেপ্টেম্বরের সেই চিঠি।
১৫০ বছরের ইতিহাসে ইতি টেনে কলকাতা থেকে কার্যত উঠেই যাচ্ছে ট্রাম। এবার থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য় একটি হেরিটেজ ট্রাম চালানো হবে। তুলে ফেলা হবে ট্রাম লাইনগুলিও। জানালেন পরিবহণমন্ত্রী।