Film Star: নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি সেন্টিমেন্টাল, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার কবে?
ABP Ananda Live: সিংহমের হাত ধরে শুরু রোহিত শেঠীর কপ ফ্র্যাঞ্চাইজি। বাজিরাও সিংহমের ভূমিকায় অজয় চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। সিংহমকে নিয়ে এতদিনের সফরের পর একান্ত আড্ডায় অজয় আর রোহিত শোনালেন তাঁদের উপলব্ধির কথা। ২৪ নভেম্বর স্টার জলসায় নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি সেন্টিমেন্টাল-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। দশর্কদের ঘরে ঘরে ছবিটি পৌঁছে দেওয়ার আগে। প্রযোজক হিসেবে নিজেদের অভিজ্ঞতা এবং আগামী ছবির পরিকল্পনার কথা শোনালেন দুই তারকা।
মহারাষ্ট্রে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ফোটোশিকারিদের ভিড়। বলিউড ইন্ডাস্ট্রির তারকারা ভোটধিকার প্রয়োগ করে বুথের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। অক্ষয় কুমার থেকে গুলজার, অনুপম খের থেকে কার্তিক আরিয়ান...বহু তারকা সকাল সকালই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন। জীবনের গল্প আছে, রহস্য আছে, আছে ঐতিহাসিক প্রেক্ষাপট। বড় পর্দা থেকে ওটিটি, এমাসে কোন কোন সিনেমা-সিরিজ মুক্তির অপেক্ষায়? বক্স অফিসে কে দেখাবে দাপট
সমস্ত শো





সেরা শিরোনাম
